রিফ্রেশমেন্ট আর ক্লান্তি দূর করতে ভ্রমনের কোন বিকল্প নাই। বর্তমানে নাগরীক সমাজের সবাই যেহেতু ব্যাস্ত সময় পার করছে তাই স্বল্প সময়ের জন্য পরিবার বা বন্ধু পরিজনকে নিয়ে একদিনের জন্য সকালে বের হয়ে রাতে ব্যাক করার একটা ট্রেন্ড চালু হয়েছে।
যানজটের নাকাল হওয়া থেকে মুক্তি পেতে দীর্ঘ জার্নিও এড়াতে চান অনেকে। সেজন্য জনপ্রিয় হয়ে উঠেছে ধারেকাছে কোথাও রিসোর্ট বুক করে ‘ডে লং ট্রিপ’ বা দিনব্যাপী ভ্রমণের ধারনা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সঙ্গী, পরিবার-পরিজন অথবা বন্ধু-বান্ধব নিয়ে দিনভর কাটিয়ে আসা যায় ঢাকার কাছাকাছি এমন কয়েকটি রিসোর্টের কথা ধারাবাহিকভাবে তুলে ধরবো।
অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট পূর্বাচল
’সেলিব্রেট টুগেদারনেস ইন এ গ্রীন হ্যাভেন’ নামে পূর্বাচলের এই সুন্দর ছিমছাম রিসোর্টে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি রয়েছে আভিজাত্যের ছোঁয়া। এখানে একদিনের গ্রুপ প্যাকেজে জনপ্রতি খরচ শুরু হবে ২১০০ টাকা থেকে, তবে শিশুদের ক্ষেত্রে (৫-১১ বছর পর্যন্ত) এটি ১৪০০ টাকা। এই প্যাকেজের মধ্যে পাবেন সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সন্ধ্যার স্ন্যাকস। কাপল ডে লং প্যাকেজ ৬,৫০০ এবং কাপল নাইট স্টে প্যাকেজ আছে ৭,৯৯৯ টাকায়।
সুইমিংপুল, কিডস জোনের পাশাপাশি রয়েছে বিশাল প্লে গ্রাউন্ডে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারম ইত্যাদি খেলার সুযোগ। এই প্যাকেজে কোনো রুম থাকছে না; তবে একসাথে ১৫ জনের বেশি গেলে কমপ্লিমেন্টারি একটি রুম সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া রাতে থাকছে ক্যাম্প ফায়ার এবং বার্বিকিউয়ের সুবিধা।
ঠিকানা: পূর্বাচল, কালিগঞ্জ, গাজীপুর
যোগাযোগ: ০১৭৭১৮০০৮৫১ / ০১৭৭১৮০০৭৫৩